বিএনপির গুলশান কার্যালয়ে হামলা

বিএনপির গুলশান কার্যালয় ভাঙচুর

বিএনপির গুলশান কার্যালয়ে হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মনোনয়নবঞ্চিতরা। শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় একটি বেসরকারি টিভির একজন সাংবাদিক ইটের আঘাতে আহত হয়েছেন।

জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনসহ বিভিন্ন আসনে জনপ্রিয় কয়েকজন নেতা চূড়ান্ত মনোনয়ন না দেওয়ায় তাদের সমর্থকরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এছাড়া ঢাকা-১২ আসনের মনোনয়ন বাতিল এবং সেখানে আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমর্থকরা মিছিল করছেন। পাশাপাশি শেরপুর-২ আসনের (নকলা-নালিতাবাড়ী) মনোনয়নবঞ্চিত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী পক্ষে তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের শান্ত করার চেষ্টা করেও কেন্দ্রীয় নেতারা ব্যর্থ হচ্ছেন।

এর আগে শুক্রবার রাতেও মনোনয়নবঞ্চিতদের হট্টগোলে সরগরম হয়ে উঠে বিএনপি কার্যালয়। মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন অনেকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর