'আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে'

ফাইল ছবি

'আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই ম্যাচেই জিতে টাইগাররা হোয়াইটওয়াশ করেছিল ক্যারিবীয়দের। এরপর ওয়ানডে সিরিজও ২-১ ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে যায় টাইগাররা। এর ফরে বাকি দুই ম্যাচ জয় ছাড়া সিরিজ জিতার সুযোগ নেই।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে হার দিয়ে।

সিলেটে প্রথম ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি নয় জনের কেউই ব্যাটে-বলে নিজের দায়িত্ব দেখাতে পারেনি।

প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এত সহজে সিরিজ হারতে নারাজ টাইগাররা। তেমনটাই আজ সংবাদ সম্মেলনে শোনালেন সৌম্য সরকার।

সৌম্য সরকার জানিয়ে দিলেন, আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে।

তিনি বলেন, চ্যালেঞ্জ তো সবসময় নেয়ার জন্য প্রস্তুত। একটা ম্যাচ হেরে পিছিয়ে আছি আমরা, চেষ্টা করব ভালোভাবে সিরিজে ফেরার জন্য। তাদের মাটিতে শেষ টি-টোয়েন্টি সিরিজেও আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম, পরের দুই ম্যাচে আমরা ঠিকই জয় পেয়েছিলাম। প্রথম ম্যাচে যেই ভুল গুলো করেছি, যেমন আর্লি কিছু উইকেট পড়েছে, ওইটা যেন নেক্সট ম্যাচে না হয়, তাহলে ভাল হবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর