দাম বাড়েনি বিপিএল টিকিটের

ফাইল ছবি

দাম বাড়েনি বিপিএল টিকিটের

অনলাইন প্রতিবেদক

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরু হতে যাচ্ছে আগামী বছরের ৫ জানুয়ারি থেকে। এই বিপিএলকে ঘিরে গোটা দেশ মাতে উৎসবে কিন্তু একটা সমস্যা থেকে যায়, সেটি টিকিট।

টিকিটের মূল্য না জানা কিংবা কোথায় কিভাবে টিকিট পাওয়া যায় এসব না জানার কারণে ম্যাচে খালি থেকে যায় অনেক আসন।


এসব কথা ভেবে বিপিএল গভর্নিং কমিটি এবার অনেক আগে থেকেই তৎপর টিকিট কিংবা অন্যসব বিষয় নিয়ে।

টিকিটের দাম অপরিবর্তিত থাকছে যে দামে পাওয়া গেছে গত আসরে। এছাড়াও টিভি সম্প্রচারেও আসছে পরিবর্তন। যোগ হচ্ছে নতুন কয়েকটি ক্যামেরা ও স্পাইডার ক্যামেরা।

দেখে নেয়া যাক টিকিটের মূল্য তালিকা:
শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম স্টেডিয়াম: গ্র্যান্ড স্ট্যান্ড- দুই হাজার টাকা, ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) – ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা, সাউদার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম: গ্র্যান্ড স্ট্যান্ড- দুই হাজার টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা,  ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম: গ্র্যান্ড স্ট্যান্ড- দুই হাজার টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর