বর্ষসেরা মাহাথির-তামিমি

মাহাথির-তামিমি-এরদোয়ান

বর্ষসেরা মাহাথির-তামিমি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে ‌‘লাখের মধ্যে একজন’ আখ্যা দিয়ে বর্ষসেরা মুসলিম পুরুষ নির্বাচিত করা হয়েছে।

এদিকে বর্ষসেরা মুসলিম নারী নির্বাচিত হয়েছেন ইসরায়েলি সেনার গালে চড় মেরে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়ে ওঠা কিশোরী আহেদ তামিমি।

দ্যা মুসলিম ৫০০ সাময়িকী এ তালিকা প্রকাশ করেছে।

বর্ষসেরা মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হলেও তালিকায় ৪৪ তম স্থানে আছেন মাহাথির।

তালিকায় আছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান (১ম), সৌদি বাদশাহ সালমান (২য়), ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি (৪র্থ), সৌদি যুবরাজ সালমান (১৩তম), ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো (১৬), নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি (১৭), কাতারের আমির তামিম বিন হামিদ আল থানি (১৯), পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (২৯), সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব (৪১), ফুটবলার মোহাম্মদ সালাহ (৪৬) ও আহেদ তামিমি (৪৯)।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর