সিরিয়ায় বিমান হামলায় ২৩ বেসামরিক নিহত

ফাইল ছবি

সিরিয়ায় বিমান হামলায় ২৩ বেসামরিক নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার দামেস্ক শহরের বাইরে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় প্রায় ২৩ বেসামরিক নিহত হয়েছে। খবর আল জাজিরার।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে সোমবার কয়েক দফা বিমান হামলা চালায় সরকারি বাহিনী। এতে নারী-শিশুসহ কমপক্ষে ২৩ বেসামরিক নিহত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। সিরীয় বাহিনী এবং তাদের জোট রুশ বাহিনী এসব হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রাচীন দামেস্ক শহরে সরকারি বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় এক নারী নিহত হয়েছে এবং আরও তিন বেসামরিক আহত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সংঘাতের কারণে সিরিয়ার বিভিন্ন এলাকায় বহু মানুষ আটকা পড়েছে।

প্রায় ৪ লাখ বাসিন্দার জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রয়োজন।

সম্পর্কিত খবর