দেশে ‘বন্য আইন’ চলছে, মন্তব্য মান্নার

ফাইল ছবি

দেশে ‘বন্য আইন’ চলছে, মন্তব্য মান্নার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশে ‘বন্য আইন’ চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।  

তিনি বলেছেন, কখনো দেখিনি, পুলিশের কেউ এই রকম দালালি করে কথা বলে। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বলতে পারেন, কারণ তিনি রাজনীতি করেন। দিস ইজ দ্য রুল অব জঙ্গল।

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার পরদিন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এ অভিযোগ করেন তিনি।

নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা এবং শিক্ষাঙ্গন’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।  

মান্না বলেন, খালেদার রায়ের বিষয়ে আমি কিছু বলতে পারি না। শুধু বলতে পারি, রায় যেন প্রভাবিত না হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়া যেন থমকে না যায়। নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। গণতন্ত্রের পথে যাত্রাটা যেন ঠিক থাকে।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী যদি এই রায়ের দায়িত্বে থাকতেন, তাহলে আগেই ফাঁস হয়ে যেত! অবশ্য রায়তো অনেকখানি ফাঁস ছিলই।  

মান্না বলেন, আমাদের সবার দাবি ছিল এটা নির্বাচনের বছর, নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়। এই দাবি যেন মানা হয়। দাবি মানার ক্ষেত্রে ধীরে ধীরে যে দেয়াল উঠছে, সেই দেয়াল যেন সরে যায়।

তিনি বলেন, সরকার যদি ৫ জানুয়ারির মত নির্বাচনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে, বাংলাদেশে অগ্রগতির পথে যে কাঁটাটা ছিল, সেটাকে আরও পুঁতে দেওয়া হল। এমন হলে তার দায় সরকারকেই নিতে হবে।

গোলটেবিলে অন্যদের মধ্যে জাতীয় পার্টি-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অনুষ্ঠানে বক্তব্য দেন। মূল বক্তব্য পড়ে শোনান নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব রিয়াজুল ইসলাম।

সম্পর্কিত খবর