একুশের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হিজড়া জনগোষ্ঠি

সংগৃহীত ছবি

একুশের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হিজড়া জনগোষ্ঠি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাঙালি জাতির গর্ব ও অহংকার মহান একুশে ফেব্রুয়ারি বিনম্র শ্রদ্ধায় পালন করছে হিজড়া জনগোষ্ঠি। একুশের প্রথম প্রহরে তাদের দেখা যায় গালে অ, আ, ২১ ফেব্রুয়ারি খচিত আলপনা। গায়ে কালো রংয়ের শাড়ি। হাতে হাতে ফুল।

এমন সাজে রাজধানীর শতাধিক হিজড়া বুধবার প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে।

তাদের এমন উদ্যোগ নজর কেড়েছে সকলের। সমাজে অবহেলিত এসব মানুষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।  

মগবাজার থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা শায়লা বলেন, আমরা এখন স্বীকৃত।

আমাদের অবহেলা করা হয়। কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারি না।  সবাই আমাদের থেকে দূরে থাকে। আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। ভাষা শহীদদের স্মরণ করতে আমরা শহীদ মিনারে এসেছি।

যাত্রাবাড়ী থেকে আসা তানিয়া বলেন, শহীদ মিনারে এসে ভালো লাগছে। ভাষার জন্য যারা জীবনের মায়া ত্যাগ করেছেন তাদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে। ইচ্ছা ছিল 
শহীদ মিনারে ফুল দেয়ার। আজ তা পূরণ হলো।

বাংলাদেশ হিজড়া ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক অনু হিজড়া বলেন, ২০১৩ সালের ১০ নভেম্বর তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়ারা স্বীকৃতি পেয়েছে। আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে পেরে আমরা গর্বিত। সাধারণ মানুষের মতো সব সামাজিক অনুষ্ঠানে আমরা অংশীদার হতে চাই।  

২০১৩ সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয় সরকার।

সম্পর্কিত খবর