যে কারণে গরুর মাংস খাবেন না ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প।

যে কারণে গরুর মাংস খাবেন না ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হোয়াইট হাউসের চিকিৎসক রুনি জ্যাকসন তখনই জানিয়েছিলেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য একদম ঠিকঠাক থাকলেও সামান্য ওজন কমানো উচিত তার। ডোনাল্ড ট্রাম্প নাকি চিকিৎসকের কথা অক্ষরে অক্ষরে মানতে শুরু করেছেন। পছন্দের জাঙ্কফুড, রেড মিট আর সফট ড্রিংক ছেড়ে এখন নাকি সালাড, স্যুপ আর মাছে মনোনিবেশ করেছেন। খবর আনন্দবাজারের।

জানুয়ারিতে স্বাস্থ্য পরীক্ষা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রুনি জানিয়েছিলেন, ট্রাম্পের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি। ওজন ১০৮ কেজির একটু বেশি। ওই চিকিৎসকের বক্তব্য, ট্রাম্পকে মোটা বলা চলে না।

কিন্তু অন্তত ৫ থেকে ৬ কেজি ওজন কমানো উচিত। কারণ আর কয়েক কেজি চর্বি বাড়লেই প্রেসিডেন্টকে মোটার তালিকায় রাখতে হবে। তাছাড়া প্রেসিডেন্টের যেসব রক্ত পরীক্ষা হয়, সেগুলোর উপর ভিত্তি করে তার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শও দেয় রুনি।

সম্প্রতি জানা গেছে, রেড মিট খাওয়া কমিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। তার জায়গায় কম ক্যালোরির মাছ বেশি খাচ্ছেন। সেইসঙ্গে ট্রাম্পের ডায়েটে নিয়মিত থাকছে সালাড আর স্যুপ।
হোয়াইট হাউসের একটি সূত্র জানাচ্ছে, ম্যাকডোনাল্ডসের বার্গার খেতে খুব পছন্দ করতেন ট্রাম্প। বছর খানেক আগে পর্যন্ত নৈশভোজে দুটি বার্গার, দুটি ফিশ স্যান্ডউইচ, চকোলেট মিল্ক শেক আর ডায়েট কোক খেতেন তিনি। এখন সেসব খাবারে আর হাত দিচ্ছেন না।

একসময় তার খাবারে বিষ দেওয়া হতে পারে বলে ভয় পেতেন ট্রাম্প। তাই মাঝেমধ্যেই ম্যাকডোনাল্ডস থেকে খাবার আনাতেন। কারণ প্রেসিডেন্টের যুক্তি ছিল, ওখান থেকে যে প্রেসিডেন্টের খাবার আসতে পারে, তা কেউ ভাবতেও পারবে না। ফলে সে খাবারে বিষ থাকার ভয়ও থাকবে না। কিন্তু চিকিৎসকের পরামর্শে এখন জাঙ্ক ফুডে বিরতি টেনেছেন ট্রাম্প।
তবে সকালে বেকন খাচ্ছেন ট্রাম্প। সপ্তাহখানেক আগে হ্যামবার্গারও খেয়েছিলেন একটা। কিন্তু ওইটুকুই। এর বেশি নিয়ম ভঙ্গ করছেন না।

রুনি অবশ্য জানিয়েছেন, ব্যায়ামের থেকে ডায়েট নিয়ন্ত্রণই মনে ধরেছে প্রেসিডেন্টের। তবে ওই চিকিৎসকের বক্তব্য, কিছু কিছু ব্যায়ামও প্রেসিডেন্টকে করতে হবে। ট্রাম্প আগামী এক বছরের মধ্যে সাড়ে চার থেকে ছয় কেজি ওজন কমাবেন বলে জানিয়েছেন।  

রুনির বক্তব্য, ডায়েট, ব্যায়াম আর কিছু ওষুধের সাহায্যে খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন প্রেসিডেন্ট।

সম্পর্কিত খবর