পঞ্চগড়ে পেট্রোল পাম্পের ছাদ ধসে নিহত ২, নিখোঁজ ৫

ফিলিং স্টেশনের ধসে পরা ছাদ।

পঞ্চগড়ে পেট্রোল পাম্পের ছাদ ধসে নিহত ২, নিখোঁজ ৫

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পঞ্চগড় সদর উপজেলায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ছাদ ধসে দুইজন মারা গেছেন। পাঁচজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত ছয়জনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজরা মারা গেছেন।

বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় সড়ক সংলগ্ন খানপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় শহরের জালাসী এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (৩৫) ও একই এলাকার আক্কাস আলীর ছেলে গোলাম মৌলা লিটন (৪৮)।

পুলিশ সুপার গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বেলা দেড়টার দিকে পঞ্চগড় ফিলিং স্টেশন নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে।

এতে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি অতিরিক্ত জেলা প্রশাসক।

সম্পর্কিত খবর