পরকীয়ার পর এবার ধর্ষণ ও খুনের মামলা শামির বিরুদ্ধে

মোহাম্মদ শামি ও স্ত্রী হাসিন। পুরনো ছবি

পরকীয়ার পর এবার ধর্ষণ ও খুনের মামলা শামির বিরুদ্ধে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আরও বিপাকে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামি। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন স্ত্রী হাসিন জাহান। লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে শামি ও তাঁর শ্বশুরবাড়ির মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হাসিন। পুলিশ শামির বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৪৯৮ (বধূ নির্যাতনের) -এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।

 

বৃহস্পতিবারই শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন স্ত্রী হাসিন। পাকিস্তানের সঙ্গে ম্যাচ ফিক্সিং থেকে পাক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ তুলেছিলেন শামি। বলেছিলেন, সৎ সাহস থাকলে কলকাতায় আসত শামি।  

অন্যদিকে ধর্মশালায় দেওধর ট্রফি খেলতে ব্যস্ত শামি জানান, সব অভিযোগ মিথ্যে।

পালটা অভিযোগ করেন, হাসিনের মাথা খারাপ হয়ে গেছে। তাই উল্টাপাল্টা অভিযোগ করছে।

শামিকে নিয়ে ঘটে চলা টানা নাটক নতুন মোড় নেয় বৃহস্পতিবার। নিজের আইনজীবী জাকির হোসেনকে নিয়ে সোজা লালবাজারে চলে যান হাসিন। দেখা করেন গোয়েন্দাপ্রধান প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে। শামির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নিগ্রহ, অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক এসব অভিযোগ তো ছিলই। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা এবং স্ত্রী নির্যাতনের মামলা রুজু হওয়ায় প্রশ্নের মুখে ভারতীয় পেসারের কেরিয়ার।

হাসিনের অভিযোগ, কেন কলকাতায় এসে স্ত্রী ও পরিবারের সঙ্গে বসে বিষয়টি মেটাচ্ছেন না শামি। আসবেন বলেও হাসিনের আইনজীবীকে কথা দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত তিনি আসেননি। উল্টো সংবাদমাধ্যমকে বলছেন তিনি নির্দোষ। তাঁর বক্তব্য, যে মোবাইলে অন্য নারীর সঙ্গে শামির আপত্তিকর চ্যাট হয়েছে বলে অভিযোগ উঠেছে সেটা নাকি শামির নয়। তাঁকে ফাঁসানোর জন্য এমন অপপ্রচার চলছে বলে অভিযোগ শামির।

অভিযোগ- দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর অত্যাচার চালিয়ে আসছিলেন মোহাম্মদ শামি। তাঁকে হত্যা করারও চেষ্টা করেছিলেন। এমনকী একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কও রয়েছে তাঁর। পাকিস্তানের নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ভারতীয় পেসারের বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন হাসিন। মঙ্গলবার দুই নারীর সঙ্গে চ্যাটের একটি স্ক্রিনশটও ফেসবুকে পোস্ট করেন তিনি। হাসিন জাহানের দাবি, ওই দুই নারীর সঙ্গে শামি চ্যাট করছিলেন। যে চ্যাটের ভাষাতেই স্পষ্ট, শামির সঙ্গে বন্ধুত্বের চেয়ে গভীর সম্পর্ক রয়েছে তাঁদের। সুবিচারের আশায় তিনি বুধবার দ্বারস্থ হয়েছিলেন লালবাজারেও। বৃহস্পতিবার ফের নতুন অভিযোগ তুললেন হাসিন। তাঁর দাবি, পাকিস্তানের ওই নারী টাকা দিতেন শামিকে। অর্থ আনতে দুবাই-ব্রিটেনেও যেতেন শামি। যখন তিনি বাড়ি ফিরতেন, তখনও তাঁর ব্যাগে তালা লাগানো থাকত। অনেকবার জিজ্ঞেস করেও কোনও উত্তর মেনেনি। জানতে চাইলে শামি বলতেন, এসব তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাই হাসিনের অনুরোধ, কেন পাকিস্তানের কোন নারী তাঁকে অর্থ দেন? ব্রিটেন-দুবাইয়ের সঙ্গে তাঁর কী যোগসূত্র রয়েছে? এসব খতিয়ে দেখুক বিসিসিআই।

সম্পর্কিত খবর