কোটা সংস্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ [ছবি: নিউজ টোয়েন্টিফোর]

কোটা সংস্কারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে।

গতকাল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। । পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০%  নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেয়া, কোটায় কোনও ধরনের বিশেষ পরীক্ষা না নেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় সবাইকে সমান সুযোগ-সুবিধা প্রদান করা ও চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণে পাঁচ দফা দাবি জানান।

মাহফুজুর/অরিন/নিউজ টোয়েন্টিফোর