বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব গুতেরেজ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।
জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব গুতেরেজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় এলডিসি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

মহাসচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ। এর সমাধানে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন মর্মে প্রতিমন্ত্রীকে আশ্বাস দেন।

২৩ মার্চ শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সঙ্কট বিষয়ে জোরালো ভূমিকা রাখার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

 
মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়াটি তরান্বিত করার জন্য তিনি মহাসচিবকে অনুরোধ জানান। রোহিঙ্গা সঙ্কট সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মহাসচিবের ব্যক্তিগত ও জাতিসংঘের আরও জোরালো প্রচেষ্টা গ্রহণের অনুরোধও জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর