কালবৈশাখীর হুঙ্কার, নদীবন্দরে সতকর্তা

প্রতীকী ছবি

কালবৈশাখীর হুঙ্কার, নদীবন্দরে সতকর্তা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে গতকাল সারাদেশে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজও আঘাত হানতে পারে কালবৈশাখী। এ কারণে দেশের নৌবন্দরগুলোতে জারি করা হয়েছে ২ নম্বর সতর্কতা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভারী বৃষ্টির সাথে কালবৈশাখীও বয়ে যেতে পারে। শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজর এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়াও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে।

সম্পর্কিত খবর