ইংরেজিতে কথা বলায় যুবক হাজতে!

ইংরেজিতে কথা বলায় যুবক হাজতে!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পুলিশের সঙ্গে ইংরেজিতে কথা বলা তার দোষ। আর এ কারণে তিন দিন জেলে কাটাতে হলো দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে। আজব এ ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের খাগারিয়া জেলায়।

ইংরেজিতে কথা বললে এমন শাস্তি হতে পারে তা বিশ্বাস করতে পারছে না অভিষেক (১৮) নামের ওই যুবক।

জানা গেছে, খাগারিয়ায় কাকার সঙ্গে দেখা করতে গিয়েছিল অভিষেক। বাইক ছুরির অভিযোগে ছাত্রের কাকাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে বিষয়ে কথা বলতেই সেখানে যান অভিষেক। এ সময় কর্তব্যরত দুই পুলিশ কর্মীর সঙ্গে তিনি ইংরেজিতে কথা বলেন।

তিনি দুই পুলিশ সদস্যকে ইংরেজিতে জিজ্ঞাসা করেছিলেন কেন চাচাকে গ্রেপ্তার করা হয়েছে।  
অবশ্য মোটরসাইকেলের কাগজপত্র নিয়েই থানায় গিয়েছিল সে। তারপর চাচাকে না ছাড়ায় কারণ জানতে চায় অভিষেক। পুরো কথাটাই তিনি ইংরেজিতে বলেন। তাৎক্ষণিক দুই পুলিশ রেগে গিয়ে তাকে লকআপে ভরে মারধর করতে শুরু করে। তাঁরা অভিষেককে বাইকচুরি গ্যাংয়ের একজন বলে বলে চালিয়ে দেওয়ার হুমকি দেয়।

পরে অবশ্য অভিষেক বলেন, দুই পুলিশ হয়তো আমার ইংরেজি বুঝতে পারেনি অথবা আমার কথা বলার ধরনে বিরক্ত হয়েছিল।  
 
তিনদিন পর জামিনে মুক্ত হয় অভিষেক। তারপর পুলিশ সুপার মিনু কুমারির কাছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিষেক।

ডিএসপি রামানন্দ সাগর জানিয়েছেন, ঘটনাটি লজ্জাজনক। মুকেশ কুমার এবং শ্যামসুন্দর সিং নামে ওই দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর