‘পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নে পরির্বতন এসেছে’

শিক্ষার্থীদের ককালীন বৃত্তি প্রদান করা হচ্ছে।

‘পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নে পরির্বতন এসেছে’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক পরির্বতন এসেছে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

তিনি বলেছেন, সরকারের সহায়তায় পার্বত্যাঞ্চলের মানুষ আগের তুলনায় এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। অনেকে ঘরে ঘরে আত্মকর্মসংস্থান গড়ে তুলছে। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে পার্বত্যাঞ্চলের মানুষ অনেক দূর এগিয়ে গেছে।

শিক্ষা-দিক্ষায়, পড়া-লেখায় এ অঞ্চলের মানুষ এখন স্বয়ংসম্পন্ন। পাহাড়ের আনাচে কানাচে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই পাহাড়ের শিক্ষার্থীরা ঘরে বসে পড়া লেখার সুযোগ পাচ্ছে। সরকারের এ উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে কিছু অস্ত্রধারী সক্রিয় হয়ে উঠেছে।
এসব অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিহত করতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের শান্তশীল দেওয়ান ট্রাষ্ট কর্তৃক মেধা ভিত্তিক এককালীন বৃত্তি প্রদান ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরেশ কুমার চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জুরাছড়ি উপজেলার জোন কমান্ডার লে. কর্ণেল কে এম ওবাদুল হক পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কামাল আজাদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য রঞ্জিত দেওয়ান ও মিতা চাকমা,জরাছড়ি উপজেলার বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)

সম্পর্কিত খবর