গাজায় ইসরাইলি সহিংসতা বন্ধের আহবান আইসিসির

গাজায় ইসরাইলি সহিংসতা বন্ধের আহবান আইসিসির

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সম্প্রতি ইসরাইলি সেনাদের হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর আইসিসি এ আহ্বান জানাল।

আইসিসির প্রধান কৌঁসুলি ফাতুহ বেনসুদা রোববার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গাজায় ইসরাইলি হামলা ও অবনতিশীল পরিস্থিতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।

বেনসুদা সতর্ক করে বলেছেন, বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতা রোম ঘোষণা অনুযায়ী অপরাধের পর্যায়ে পড়তে পারে। এটি বন্ধ করা উচিৎ।

উল্লেখ্য, গত ৩০ মার্চ ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তে অবস্থান কর্মসূচিতে ইসরাইলের সেনারা গুলি চালায়।

এতে ২০ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন। গত শুক্রবার একই ধরনের কর্মসূচিতে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে ১০ ফিলিস্তিনিকে হত্যা করে। এ নিয়ে বিশ্বে নানামুখী সমালোচনা চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর