ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, স্বামী পলাতক

রেললাইনের পাশে পড়ে আছে মা-ছেলের রক্তাক্ত মৃতদেহ। ছবি: নিউজ টোয়েন্টিফোর

ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, স্বামী পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন দামাইল গ্রামের রাজীব মন্ডলের স্ত্রী লিজা আক্তার সাথী (২৫) এবং তাদের সন্তান ইয়াসিন আহম্মেদ (৩)।  

পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। পারিবারিক কলহের জেরে এটি ঘটতে পারে।

ঘটনার পর থেকে সাথীর স্বামী রাজীব পলাতক রয়েছেন।

রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, আজ সকাল সোয়া ৬টার দিকে গফরগাঁও স্টেশন থেকে ৪শ' গজ দক্ষিণে দামাইল নামক স্থানে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মা ও ছেলে মারা যায়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 

প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি।  


নিউজ টোয়েন্টিফোর/নোমান/জেডআর