অনন্য কীর্তির হাতছানিতে রাতে মাঠে নামছেন সাকিব

অনন্য কীর্তির হাতছানিতে রাতে মাঠে নামছেন সাকিব

সাহিদ রহমান অরিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে রাতে মাঠে নামছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এই ম্যাচে ১টি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন সাকিব।

 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি ৪১৪ টি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। তারপরে দ্বিতীয় উইকেট শিকারির তালিকায় আছেন ল্যাসিথ মালিঙ্গা। তার উইকেট সংখ্যা ৩৪৮টি। সুনিল নারিন ৩২৪টি ও শহীদ আফ্রিদি নিয়েছেন ৩০০টি উইকেট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন।

তারা ৪জনই ডান হাতি বোলার।  

আর তাই একজন ব্যাটসম্যানকে শিকার করলে প্রথম বাঁ হাতি বোলার হিসেবে ৩০০ উইকেটের অনন্য কীর্তি গড়বেন সাকিব।  

আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবকটিতে জিতেছে সাকিবের দল হায়দ্রাবাদ। রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচে সাকিবদের সমান ৬ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে আছে কেকেআর।

সম্পর্কিত খবর