চাঁপাইনবাবগঞ্জে জেহাদী বই ও গানপাউডারসহ দুই জেএমবি সদস্য আটক

দুই জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জে জেহাদী বই ও গানপাউডারসহ দুই জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেহাদী বই ও ৪’শ গ্রাম গানপাউডারসহ দুই জেএমবি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর ম্যালকারপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে এবং চাকুরীচ্যুত সেনাসদস্য মোহাম্মদ জাহিদ ওরফে রিপন (৩৩) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার মসজিদপাড়া মহল্লার শের মোহাম্মদের ছেলে মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৭)। শনিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ম্যালকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি তাদের ১২টি জেহাদী বইও ৪’শ গ্রাম গানপাউডারসহ গ্রেপ্তার করে।

 আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ অফিসে প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হাই।

 তিনি আরও জানান, আটককৃত জাহিদ ও সাদ্দাম পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারা জাকির নায়েক এর বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগ দিয়েছে এবং ভারতীয় জেএমবি সদস্য আরিফ ও মহসিনের মদদে পুরাতন জেএমবি সদস্যদের সাথে নতুন সদস্যদের সমন্বয়ে একটি একশন টিম গঠন করা হয়েছে। তাদের পরিকল্পনা ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বড় ধরণের নাশকতা ঘটানোর।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর