কুলখানিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

কুলখানিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানার কুলখানি অনুষ্ঠানে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে মো. সুজন (২২) ও নুর নবীর ছেলে আরাফাত হোসেন (৯)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে সুজন ও আরাফাত আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের উপর হাঁটাহাঁটি করছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাল ব্রিজ অতিক্রম করার সময় দুই ভাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন ও আরাফাত মারা যায়।

স্থানীয়রা জানান, গত চারদিন আগে নিহত সুজনের নানা নুর ইসলাম মারা যান। শুক্রবার ছিল তার নানার কুলখানি অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বিকেলে সুজন ও আরাফাত এ দুর্ঘটনায় নিহত হন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর