'আগামীতে সকল দলের অংশ গ্রহনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হউক'

'আগামীতে সকল দলের অংশ গ্রহনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হউক'

মাদারীপুর প্রতিনিধি 

জাতীয় পার্টি মাহাসচিব এবি,এম রুহুল আমিন হাওলাদার রেবাবার বিকেলে মাদারীপুরের শিবচরে চৌধুরি ফাতেমা বেগ পৌর অডিটরিয়ামে এক সূধী সমাবেশে এসব কথা  বলেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে দলমতের আদর্শগত ভিন্নতা থাকতে পারে। কিন্ত দেশেরে উন্নয়ন হোক এটা সবারই কামনা। জাতীয় পার্টির শাসনামলে দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নয় বছর শাসন করেছেন।

তিনি এ দেশে ৪শত ৬০উপজেলা গঠন করে উন্নয়নের অগ্রযাত্রা যাত্রা শুরু করেন। আর ওই ধারাকে দীর্ঘায়িত করেন বর্তমান মহাজোট সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। দেশ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাবে। দলের আদর্শগত পার্থক্য থাকতে পারে।
সেখানে উন্নয়নের ক্ষেত্রে আমরা একমত পোষন করবো। তাই মহাজোটের নেতারা শেখ হাসিনাকে সাধুবাদ জানান। আমরা আগামীতে সব দলের অংশ গ্রহনে আগামী সংসদ নির্বাচন দাবী করাছি।  

শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপত্বিত্বে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বনও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ সংসদীয় দলের সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জাতীয় পাটি প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি উপস্থিত ছিলেন।  

এছাড়া মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজুদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাবেক পৌর মেয়র আঃ লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ।  


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর