দুই কেন্দ্রে ইভিএমে ভোট, দারুণ খুশি ভোটাররা!

দুই কেন্দ্রে ইভিএমে ভোট, দারুণ খুশি ভোটাররা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চার লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটারের শহর খুলনায় এবার ভোট হচ্ছে ২৮৯ কেন্দ্রে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন তাদের নতুন ইভিএমে ভোট নিচ্ছে সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের জসিম উদ্দিন হোস্টেলের অস্থায়ী কেন্দ্রে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুই কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতায় দারুণ খুশি ভোটাররা।

ঝামেলা ছাড়া সহজে ভোট নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন নির্বাচনী কর্মকর্তারাও।

 ইভিএমের মাধ্যমে এক ভোটার ভোট দিয়ে এসে জানন, 'বোতামে চাপ দিয়েই ভোট দেওয়া যায়, এটা খুব আনন্দের। খুব ভালো লেগেছে, কোনো সমস্যা হয়নি। '
 এবার ইভিএমে ভোট দিয়ে পুরো প্রক্রিয়াটি তার অনেক বেশি সহজ মনে হয়েছে।

জীবনে প্রথমবার ভোট দিলেও সেটা ইভিএমেই দিয়েছেন সোনাপোতা এলাকার এক গৃহিনী নির্বাচন কমিশনের দেখানো পদ্ধতিতে আগেই ভোট দেওয়া শিখেছিলেন বলে জানান তিনি। আগেরদিন আমতলায় ভোটের নিয়ম দেখানো হয়েছে সেখান থেকে শিখে আসছি।

'যাওয়ার পর আঙুলের চাপ নিল, তারপর আমার সবকিছু চলে আসল। পরে বুথে গিয়ে বুথে গিয়ে ভোট দিলাম। কোনো সমস্যা হয়নি। ব্যবস্থাটা মোটামুটি খারাপ না, অনেক ভালো। 'খুব সহজে ভোট নেওয়া যাচ্ছে বলে জানালেন সোনাপাতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর