জ্বলন্ত জাহাজকে নোঙর করেছে ভারত

জ্বলন্ত জাহাজকে নোঙর করেছে ভারত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলের দিকে ভেসে আসা একটি জ্বলন্ত মালবাহী জাহাজকে আটকাতে সমর্থ হয়েছে ভারতের নৌবাহিনী। দু’দিন ধরে জ্বলতে থাকা জাহাজটির ওপর থেকে রশি বেয়ে নেমে নোঙর করতে সমর্থ হয়েছে দেশটির নৌবাহিনীর কমান্ডোরা।

ভারতের নৌবাহিনী সূত্র জানিয়েছে, এমভি কলকাতা নামের জাহাজটি দ্রুত সুন্দরবন হয়ে বাংলাদেশের দিকে ভেসে আসছিল। নোঙর করার ফলে সেটিকে ভারত-বাংলাদেশ সমুদ্র-সীমার ২২ নটিক্যাল মাইল দূরে ধরে রাখা সম্ভব হয়েছে।

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর কমোডোর সুপ্রভ কুমার দে বলেন, ‘এখন আর জাহাজটি সমুদ্র-সীমা বা সুন্দরবনের কোর এরিয়ার দিকে চলে যাওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা চেয়েছিলাম, ইঞ্জিন কোনোভাবে চালু করে গভীর সমুদ্রের দিকে নিয়ে যেতে। কিন্তু যখন নৌ-কমান্ডো আর জাহাজটির একজন অফিসার ইঞ্জিন চালু করার চেষ্টা করেন, তখন আবারও বিস্ফোরণ হয়। আগুন ছড়াতে থাকে।

সবাই অপারেশন বন্ধ করে দিয়ে চলে আসতে বাধ্য হয়। ’

কৃষ্ণপত্তম বন্দর থেকে রাসায়নিক নিয়ে জাহাজটি কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। বন্দরে পৌঁছার আগে সমুদ্রের নোঙর করা অবস্থাতেই গেল ১৪ জুন মাঝরাতে জাহাজটিতে আগুন লাগে।  

সূত্র: বিবিসি 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর