বাংলাদেশ ভ্রমণের জন্য ‌‌‘নিরাপদ নয়’

জার্মান তরুণী সুইন্ডে।

বাংলাদেশ ভ্রমণের জন্য ‌‌‘নিরাপদ নয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ ভ্রমণের জন্য ‌‌‘নিরাপদ নয়’ বলে মন্তব্য করেছেন ভ্রমণপিপাসু জার্মান তরুণী সুইন্ডে উইদারহোল্ড। ঈদের আগের দিন বৃহস্পতিবার ভোরবেলায় রাজধানীর সীমান্ত স্কয়ারে তার ব্যাকপ্যাক ছিনতাই হওয়ার পর তিনি এ মন্তব্য করলেন।

জানা গেছে, বাংলাদেশে ঘুরতে এসেছিলেন ভ্রমণপিপাসু জার্মান তরুণী সুইন্ডে উইদারহোল্ড। পর্বতময় মহাসড়ক কিংবা মরুপথে সাইকেল চালিয়ে হাজার মাইল পাড়ি দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

গত জানুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন ফটোগ্রাফি শিখতে আর ছবি তুলতে।

ঈদের আগের দিন বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর শংকর বাসস্ট্যান্ড থেকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের অস্থায়ী আবাসে 
রিক্সাযোগে ফিরছিলেন। রিক্সাটি জিগাতলা পার হয়ে সীমান্ত স্কয়ারের ফটকে আসামাত্র একটি সাদা গাড়ি থেকে এক ব্যক্তি তার ব্যাকপ্যাকটি টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তার ল্যাপটপ, ক্যামেরা, ক্রেডিট কার্ড এবং তার দুটি হার্ডডিস্কসহ অন্যান্য জিনিস ছিল।

সব হারিয়ে শুক্রবার ভোরে কাঁদতে কাঁদতে ঢাকা ছাড়েন ওই জার্মান তরুণী।

ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করেন জার্মান তরুণী সুইন্ডে। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটত কিংবা খোয়া যাওয়া ব্যাকপ্যাক উদ্ধার করতে পারেনি পুলিশ।

ধানমন্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, বিদেশি তরুণীর করা মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত কাউকে এখনও শনাক্ত করা যায়নি। সংগ্রহ করা সিসিটিভি ক্যামেরা ফুটেজও দেখা হচ্ছে। অপরাধীকে গ্রেফতারের জোর চেষ্টা করছি।

সুইন্ডে ইনস্টাগ্রামে লিখেছেন, একটি ঘটনা পুরো বাংলাদেশ ভ্রমণে অভিজ্ঞতাটি কালো মেঘে ঢেকে দিল। না, এটা (বাংলাদেশ) ভ্রমণের জন্য নিরাপদ নয়। একা ভ্রমণ না করাই ভালো। ...আমি কেবল একটি কথাই বলতে পারি, দেখে-শুনে চলো, নিজের ক্ষেত্রে সাবধানে থেকো। ...আমার চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণের মধ্যেই আমি বাংলাদেশ ছাড়ছি। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর