লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ভর্তি পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও এক আরোহীসহ দুইজন নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে এখন নোয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রামগতি থেকে ছেড়ে আসা ইলিশ মাছ ভর্তি একটি পিকআপভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে, আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে।
news24bd.tv/কামরুল