ব্রেক্সিট নাও হতে পারে : থেরেসা মে

ব্রিটেশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রেক্সিট নাও হতে পারে : থেরেসা মে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার পরিকল্পনাকে আইন প্রণেতাদের অবজ্ঞা করার চেষ্টার ফলে কোনো প্রকার ব্রেক্সিট কার্যকর নাও হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

কাল প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল পত্রিকায় এ বিষয়ে লেখা এক বিশেষ কলামে এই সতর্ক বার্তা দেন থেরেসা মে।

ওই কলামে মে লেখেন, ‘এ সপ্তাহে দেশের কাছে আমার বার্তা খুবই সাধারণ : কী পরিণাম হতে যাচ্ছে সেদিকে আমাদের চোখ রাখাতে হবে। আমরা যদি একমত হতে না পারি, তাহলে ব্রেক্সিট না হওয়ার মতো ঝুঁকির মধ্যে দিয়ে আলোচনা শেষ করতে হবে।

আগামী মার্চে ইইউ ব্লক থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের যা সংক্ষেপে ‘ব্রেক্সিট’ নামে পরিচিত। এই ব্রেক্সিটের ব্যাপারে গের সপ্তাহে একটি পরিকল্পনা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সেই পরিকল্পনায় ইইউ থেকে বের হয়ে গেলেও তাদের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে নমনীয়তা দেখান তিনি।  

তার এই পরিকল্পনার প্রতিবাদে দেশটির দুই জ্যেষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন।

তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সংবাদপত্রের সাক্ষাৎকারে বিষয়টির কড়া সমালোচনা করেছেন।

ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত রোববারের কলামে থেরেসা মে লেখেন, ‘ইইউর সাথে আগামী পর্বের আলোচনায় ব্রিটেন শক্ত অবস্থান নেবে। ’

তিনি লেখেন, ‘কিছু লোক প্রশ্ন রেখেছেন যে, আমাদের ব্রেক্সিট চুক্তি কি আমাদের পশ্চাৎগমনের প্রারম্ভিকা কি না। আমাকে বিষয়টি পরিষ্কার করতে দিন। আমাদের ব্রেক্সিট চুক্তি কোনো ইচ্ছার তালিকা নয়, যেখান থেকে আলোচকরা যেটি ইচ্ছা তুলবেন ও পছন্দ করবেন। এটি কিছু অঘোষিত ফলাফলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। ’



সূত্র: ডেইলি মেইল, রয়টার্স

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর