জাল ভোট ও গোলযোগের দায়ে ৬ জনের সাজা, আটক ৫

সংগৃহীত ছবি

জাল ভোট ও গোলযোগের দায়ে ৬ জনের সাজা, আটক ৫

অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) মাধ্যমে বিরতিহীনভাবে চলবে এই ভোট। এদিকে, বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টার দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়েদে সাজা প্রদান করা হয়েছে।

নির্বাচনে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টায় একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। অপর পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়।

কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয়জনকে সাজা দেওয়া হয়েছে।

এছাড়াও নগরীর সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে  আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।  

news24bd.tv রিমু