পঞ্চগড়ে ১৪ টি ড্রেজার মেশিন ধ্বংস

পঞ্চগড়ে ১৪ টি ড্রেজার মেশিন ধ্বংস!

পঞ্চগড়ে ১৪ টি ড্রেজার মেশিন ধ্বংস

পঞ্চগড় প্রতিনিধি

অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করার সময় পঞ্চগড়ের জেলা সদরের মীরগড় এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নবিরুল ইসলাম ও পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, মীরগড় খেয়াঘাট এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে একটি মহল পাথর উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আদালতের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলন কারীরা।

পরে ওই এলাকার করতোয়া নদী সংলগ্ন বিভিন্ন পাথরের সাইটে পাওয়া ১৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এসময় মেশিনের পাইপ ও অন্যান্য যন্ত্রাংশগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। তবে পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
 
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নবিরুল ইসলাম জানান, করতোয়া নদীতে নিষিদ্ধ ড্রেজার মেশিন ১৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর