'মসজিদের এসি বন্ধের  নির্দেশনা
ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্ত'

প্রতীকী ছবি

'মসজিদের এসি বন্ধের  নির্দেশনা ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্ত'

অনলাইন ডেস্ক

বিদ্যুত সাশ্রয়ের অজুহাতে আল্লাহর ঘর মসজিদে এসি ব্যবহার বন্ধের সরকারি নির্দেশনার কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, অফিস-আদালতে এসি ব্যবহার চালু রেখে কেবলমাত্র মসজিদের এসি বন্ধের নির্দেশনা ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ কিনা তা খতিয়ে দেখার দাবি করেছেন।  

তিনি আরও বলেন, অধিকাংশ মসজিদে ফজরের সময় এসি বন্ধই থাকে। জোহরের নামাজের সময় ২৫ মিনিট, আসরের নামাজে ১৫ মিনিট, মাগরিবের সময় ২০ মিনিট, এশার নামাজে ২৫ মিনিট।

সব মিলিয়ে ২৪ ঘণ্টায় দেড় ঘণ্টারও কমসময় মসজিদগুলোতে এসি চালানো হয়। এতটুকু সময় মসজিদের এসি ব্যবহার করা সম্ভব না হলে, সরকারের মন্ত্রী এমপি ও আমলারা আগে বাসা-বাড়িতে এসি ব্যবহার বন্ধ করে পরবর্তীতে মসজিদে এসি বন্ধের সিদ্ধান্ত নিতে হবে।

news24bd.tv/কামরুল