১১ লাখ ডলারে বিক্রি হিটলারের ঘড়ি

সংগৃহীত ছবি

১১ লাখ ডলারে বিক্রি হিটলারের ঘড়ি

অনলাইন ডেস্ক

জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের একটি ঘড়ি ১১ লাখ ডলারে বিক্রি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ঘড়িটির নিলাম ডাকা হয়। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, হুবার টাইমপিসের ঘড়িটি অজ্ঞাত এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।

তবে মেরিল্যান্ডের আলেকজান্ডারে ঐতিহাসিক নিলামে ঘড়িটি বিক্রি করার আগে ইহুদি নেতারা নিন্দা জানিয়েছেন।

অতীতে নাৎসি স্মারক হিসেবে বিক্রি হওয়া নিলাম প্রতিষ্ঠান জার্মান মিডিয়াকে বলেছে, ইতিহাস সংরক্ষণ করার জন্য ঘড়িটি বিক্রি করা হয়েছে।

নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নেতৃত্বে ছিলেন। ধারণা করা হয়, তিনি প্রায় ১ কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছিলেন। যাদের মধ্যে ইহুদি হওয়ার কারণে ৬০ লাখ মানুষকে হত্যা করা হয়।

বিক্রি হওয়া ঘড়িটির পণ্য ক্যাটালগে বলা হয়েছে, এটি সম্ভবত ১৯৩৩ সালে হিটলারকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তিনি তখন জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন।

ডয়চে ভেলে রিপোর্ট অনুযায়ী, ঘড়িটি ১ মিলিয়নের বেশি দামে বিক্রি হলেও নিলাম ঘর দুই থেকে চার মিলিয়ন হতে পারে বলে অনুমান করে।

news24bd.tv/আলী