কথা বলায় বন্ধু ও স্ত্রীকে গাছের সাথে বেঁধে মারধর

সংগৃহীত ছবি

কথা বলায় বন্ধু ও স্ত্রীকে গাছের সাথে বেঁধে মারধর

অনলাইন ডেস্ক

বন্ধুর সঙ্গে  স্ত্রীকে কথা বলতে  দেখেছিলেন স্বামী। সেই কারণে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে মারধর করেছেন স্বামী ও অন্য আত্মীয়রা।  এদিকে বন্ধুর সঙ্গে দেখার পর স্ত্রীকে নির্যাতনের একটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের বাঁশওয়ারা জেলায়।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে নির্দয়ভাবে মারধর করতে এবং ভুক্তভোগীকে যন্ত্রণায় চিৎকার করতে দেখা যায়। রোববার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভুক্তভোগী ওই নারীকে সাত ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। অন্যদিকে যে ব্যক্তির সাথে তাকে (নারীকে) দেখা গিয়েছিল তাকেও অভিযুক্তরা একই রকমভাবে নির্যতন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর একটিতে, তাকে একটি গাছের সাথে বেঁধে একদল পুরুষকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

এনডিটিভি বলছে, দিন চারেক আগে বন্ধুর সঙ্গে দেখার পর ভারতের রাজস্থান রাজ্যের বাঁশওয়ারা জেলায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে লাঞ্ছিত করা হয়। সেই ঘটনার ভিডিও প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর গত রাতে রাজ্যটির স্থানীয় থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়।

এদিকে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী ও তার শ্যালকসহ চারজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে দুই নাবালককে আটক করা হয়েছে।

ভিডিওটি শেয়ার করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত টুইট করে বলেছেন: ‘রাজস্থানের স্বরাষ্ট্র দপ্তর গুন্ডাদের মুক্তি দিয়েছে এবং তারা ক্ষুধার্ত নেকড়েদের মতো বনে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওটির তদন্ত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু এই সরকারের কাছে এই প্রত্যাশা করা অর্থহীন। আমাদের আওয়াজ তুলতে হবে!’

এদিকে শনিবার নারী নির্যাতনের এই ঘটনাটি আমলে নিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। রাজস্থানের ডিজিপিকে একটি চিঠিতে এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মা অবিলম্বে সকল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
news24bd.tv/আলী