যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৪৪ ফিলিস্তিনি

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৪৪ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু ও চার নারী রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩১১ জন।

 

ইসরাইলি সেনাবাহিনীর বরাতে আল-জাজিরা জানায়, রোববার রাত সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসলামিক জিহাদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হচ্ছে। গত শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে একটানা বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। জবাবে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ রকেট ছুড়ছে। এদিকে গাজায় চলমান সহিংসতার জন্য ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া।

ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাত শুক্রবার শুরু হয়ে আজ সোমবার টানা চারদিনের মতো চলছে। এর আগে ২০২১ সালের মে মাসে ঘটিত ১১ দিনব্যাপী চলাকালীন যুদ্ধের পর এটিই সর্বশেষ হামলা।

news24.tv/FA