ঋণদাতার ভয়ে ৩ তলা থেকে লাফ!

তিন তলা লেকে লাফ দিচ্ছেন ওই ব্যক্তি।

ঋণদাতার ভয়ে ৩ তলা থেকে লাফ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঋণ করলে অবশ্যই পরিশোধ করতে হবে। এটাই স্বাভাবিক। কিন্তু শোধ করার ভয়ে যদি কেউ পালিয়ে বেড়ায় তবে তাতে হিতে বিপরীত হয়।

ঋণদাতারা টাকা নিতে আসায় তাদের দেখে পালাতে গিয়ে শারজাহতে তিনতলা অ্যাপার্টমেন্টের বেলকনি থেকে লাফ দিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ভারতীয় প্রবাসী।

সোমবার আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রচার করে।

এতে জানানো হয়, ৩২ বছর বয়সী ওই ব্যক্তি ঋণ নেন। কিন্তু সেসব অর্থ তাদের ফেরত দিতে না পারায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।

শারজাহ পুলিশ জানাচ্ছে, শনিবার আল বুহাইরাহ এলাকায় এক অ্যাপার্টমেন্টের নিচে গুরুতর আহত অবস্থায় তাকে দেখা যায়।

তিনি তিনতলার ব্যালকনি থেকে লাফ দেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কোনো ভাবে বেঁচে গেলেও তার শরীরের হাড়ভেঙ্গে গেছে।

পুলিশ জানিয়েছে, ঋণদাতাদের দেখে ভয়ে পালাতে গিয়ে তিনি তিনতলার বেলকনি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।

সূত্র: গালফ নিউজ

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


 

সম্পর্কিত খবর