লঞ্চ হল আইফোন ১৪, দাম কত? জানুন  

প্রতীকী ছবি

লঞ্চ হল আইফোন ১৪, দাম কত? জানুন  

অনলাইন ডেস্ক

অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। গতকাল বুধবার অ্যাপেলের একটি অনুষ্ঠানে টিম কুকের হাত ধরে প্রকাশ্যে এলো আইফোন ১৪ সিরিজ।  প্রতিবছরই সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষায় থাকেন অ্যাপলপ্রেমীরা। কারণ এ মাসেই নতুন আইফোনের ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

 

এই সিরিজে মোট ৪টি ফোন রয়েছে – আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। পাশাপাশি এয়ারপডস প্রো-২ লঞ্চ করা হয় এদিন। একনজরে দেখে নিন আইফোন ১৪ সিরিজের ফোনগুলির ফিচার এবং দাম।

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-এর স্ক্রিন ৬.১ ইঞ্চি।

আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন ৬.৭ ইঞ্চি। আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নতুন সিরিজের ফোনগুলি। স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল রঙের বিকল্পে মিলবে এই ফোনগুলি।

আইফোন ১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। ফোনগুলির ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরও ভালো বলে দাবি করা হয়েছে।  

আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার থেকে শুরু হয়েছে। আর আইফোন ১৪ প্লাসের দাম শুরু হয়েছে ৮৯৯ ডলার থেকে।

এছাড়া আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার থেকে।

আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেওয়া যাবে এই ফোনের। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।

news24bd.tv/রিমু