টিকটক বিক্রি হচ্ছে না

টিকটক,এএপপি

টিকটক বিক্রি হচ্ছে না

অনলাইন ডেস্ক

টিকটকের মূল প্রতিষ্ঠান (প্যারেন্টস কোম্পানি) বাইটড্যান্স জানিয়েছে মার্কিন চাপের মুখে তাদের টিকটক বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছা নেই।
আসলে যুক্তরাষ্ট্র জনপ্রিয় এই ভিডিও অ্যাপ বিক্রিতে বাধ্য বা যুক্তরাষ্ট্রে বন্ধ করার জন্য একটি আইন পাস করেছে। তারই প্রেক্ষিতে একথা জানিয়েছে বাইটড্যান্স।
এ সপ্তাহে টিকটক বলেছিল, যুক্তরাষ্ট্রের অসংবিধানিক আইন পাসের বিরুদ্ধে আদালতে লড়াই করা হবে।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, অ্যালগরিদম বাদে যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাওতাওয়ে দেওয়া পোস্টে ওই প্রতিবেদনকে গুজব বলে বর্ণনা করেছে টিকটক।
টিকটকের  মতে, বাইটড্যান্সের চীনা প্রতিষ্ঠাতা কোম্পানি ২০% শেয়ারের মালিক। প্রায় ৬০% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানাধীন, যার মধ্যে প্রধান মার্কিন বিনিয়োগ সংস্থা কার্লাইল গ্রুপ, জেনারেল আটলান্টিক এবং সুসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপ রয়েছে।
বাকি ২০% এর মালিক বিশ্বজুড়ে এর কর্মচারীরা  এবং বাইটড্যান্সের পাঁচ বোর্ড সদস্যের মধ্যে তিনজন আমেরিকান।

news24bd.tv/ডিডি