নিজের স্ত্রী-সন্তানকেও হত্যা করে হামলাকারী

সংগৃহীত ছবি

নিজের স্ত্রী-সন্তানকেও হত্যা করে হামলাকারী

থাইল্যান্ডের একটি শিশু দিবাযত্নকেন্দ্রে বন্দুক হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩ জনই শিশু। এর মধ্যে হামলাকারীর স্ত্রী-সন্তানও রয়েছে। পরে ওই হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে।

 

বছর খানেক আগে মাদক নেওয়ার অপরাধে বরখাস্ত হয়েছিল সাবেক পুলিশ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার তার সেই মাদক মামলায় আদালতে শুনানি ছিল।

পুলিশ জানায়, নার্সারি স্কুলটিতে পৌঁছে নিজের সন্তানকে দেখতে না পেয়ে ক্ষেপে যায় হামলাকারী। এরপর সে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

ডে কেয়ারে হামলা পর সে তার গাড়িটি একটি ভিড়ের ওপর উঠিয়ে দেয়। সেখানেও কয়েকজন আহত হয়।

এরপর সেই বন্দুকধারী বাসায় ফিরে যায় এবং নিজের সন্তান ও স্ত্রীকে হত্যা করে। তারপর নিজেও আত্মহত্যা করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় হামলাকারীর কাছে শটগান, পিস্তল ও ছুরি ছিল।

খবর: বিবিসি

news24bd.tv/ইস্রাফিল