জিয়া-এরশাদ-খালেদা চাননি দেশ স্বাধীন হোক: মুক্তিযুদ্ধ-মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

জিয়া-এরশাদ-খালেদা চাননি দেশ স্বাধীন হোক: মুক্তিযুদ্ধ-মন্ত্রী

বিএনপি নেতাদের মাথা থেকে এখনও পাকিস্তানের ভুত যায়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়া মিলে ২৯ বছর ক্ষমতায় ছিলেন। আর আমরা ২২ বছর। ২৯ বছরে তারা দেশের কোনো উন্নতি করেননি।

কারণ তারা চাননি দেশ স্বাধীন হোক। তারা চেয়েছিলেন বাংলাদেশও পাকিস্তানের মতো ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হোক। ’

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মোজাম্মেল হক বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল।

আর তারা বলে পাকিস্তান ভালো ছিল। আসলে পাকিস্তানের ভূত তাদের মাথা থেকে যায়নি। এ সব মিথ্যাচার শুনলে আজও বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, শহীদদের আত্মার অসম্মান হয় ‘ 

বীর মুক্তিযোদ্ধা আবু মুছা চৌধুরী নাগরিক শোকসভা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু মুছা চৌধুরীকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার দাবি জানানো হয়।  

news24bd.tv/ইস্রাফিল