নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞাঅমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ছয় জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার মূলকান্দি ও চরবেল পয়েন্টে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, যমুনা নদীর মূলকান্দি ও চরবেল পয়েন্টে অভিযান পরিচালনা করে ছয় জেলেকে আটক করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার জাল ও পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

news24bd.tv/কামরুল