গাঁজা সেবন : বই পড়ার শর্তে ৫ কিশোরকে ছাড়লো পুলিশ

সংগৃহীত ছবি

গাঁজা সেবন : বই পড়ার শর্তে ৫ কিশোরকে ছাড়লো পুলিশ

অনলাইন ডেস্ক

জয়পুরহাটে গাঁজা সেবনের সময় আটক ৫ কিশোরকে এক মাস বই পড়ার শর্ত দিয়ে অভিভাবকদের জিম্মায় দিয়েছেন পুলিশ। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পাঁচ কিশোরকে আটক করার পর তাদের অভিভাবকদের খবর দেয়া হয়। অভিভাবকরা থানায় আসার পর ‘আর নেশা করবে না’ বলে অঙ্গীকার করে ওই পাঁচ কিশোর।

সন্তানরা কোথায় যায়, কি করে, এ বিষয়ে খোঁজখবর নেবেন বলে পুলিশকে জানান অভিভাবকরা। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই পাঁচ কিশোরকে এক মাস বই পড়ার শর্ত দিয়ে অভিভাবকদের জিম্মায় দেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম  জানান, ওই পাঁচ কিশোর এক মাস পর অভিভাবকদের সঙ্গে নিয়ে থানায় এসে তাদের পড়া বইগুলো ফেরত দেবে। তাদের উন্নতি হয়েছে কিনা, তখন বোঝা যাবে।

news24bd.tv/আলী