রাশিয়ায় আবাসিক ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ১৩

সংগৃহীত ছবি

রাশিয়ায় আবাসিক ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ১৩

অনলাইন ডেস্ক

রাশিয়ার একটি আবাসিক ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এ ঘটনায় ১৯ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহতদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আরটি।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক ভবনে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমানটির ইঞ্জিনে আগুন লেগে সেটি বিধ্বস্ত হয়। তাৎক্ষনিকভাবে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।

বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই বিমান থেকে নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে ৬৮ জনকে উদ্ধার করা হয়েছে।

এ দুর্ঘটনায় অন্তত ৭২ টি এপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।  দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

news24bd.tv/আজিজ