জঙ্গি সংগঠনের অবস্থান শনাক্ত হয়েছে: র‌্যাব

র‌্যাব মুখপাত্র খন্দকার আল মঈন (সংগৃহীত ফাইল ছবি)

জঙ্গি সংগঠনের অবস্থান শনাক্ত হয়েছে: র‌্যাব

ধারাবাহিক অভিযানের মাধ্যমে র‌্যাব জঙ্গি সংগঠনের অবস্থান চিহ্নিত করতে পেরেছে বলে জানিয়েছেন র‌্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

র‌্যাব মুখপাত্র বলেন, ‘জঙ্গিবিরোধী দুটো অভিযানে ১২ জনকে আইনের আওতায় এনেছিল র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বত্য এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

এর আগে ৫৫ জন জঙ্গির মধ্যে ৩৮ জনের তালিকা প্রকাশ করা হয়। ’ 

জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানিয়ে খন্দকার মঈন বলেন, ‘অভিযানে বেশ অগ্রগতি হয়েছে। জঙ্গি সংগঠনের অবস্থান শনাক্ত হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিস্তারিত জানানো হবে।

’ 

news24bd.tv/ইস্রাফিল