অবৈধ নৌযানগুলোকে আইনের আওতায় আনার আহ্বান

সংগৃহীত ছবি

অবৈধ নৌযানগুলোকে আইনের আওতায় আনার আহ্বান

সারাদেশে লক্ষাধিক অবৈধ নৌযানগুলোকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এজন্য দ্রুত নৌশুমারি শুরুর তাগিদ দিয়েছে সংগঠনটি।  

শনিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, নৌ পরিবহন অধিদপ্তরের তালিকাভুক্ত নৌযানের সংখ্যা মাত্র ১৪ হাজার।

অথচ যাত্রী ও পণ্যবাহীসহ ছোটবড় মিলিয়ে সারাদেশে এক লাখেরও বেশি নৌযান চলাচল করে। নিবন্ধনের কয়েকগুণ বেশি নৌযান চলাচলের তথ্য নৌ অধিদপ্তরের সাবেক একাধিক মহাপরিচালকের লিখিত ও মৌখিক বক্তব্যেও প্রকাশ পেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিবন্ধন ও ফিটনেসবিহীন বিপুলসংখ্যক নৌযান চলাচল করায় নৌ নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না এবং দুর্ঘটনার ঝুঁকি ক্রমাগত বেড়ে চলেছে। এছাড়া লক্ষাধিক নৌযান থেকে আয়কর ও ভ্যাটসহ কোনো ধরনের অর্থ না পাওয়ায় সরকার প্রতি বছর অন্তত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

news24bd.tv/হারুন