সিত্রাংয়ে লক্ষ্মীপুরে ঘরবাড়ি বিধ্বস্ত, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

সিত্রাংয়ে লক্ষ্মীপুরে ঘরবাড়ি বিধ্বস্ত, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

নোয়াখালী প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লক্ষ্মীপুরে উপকূলীয় অঞ্চলে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থানে শতাধিক গাছ ভেঙে পড়ায় সাময়িকভাবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগও। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবল বেগে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে এসব ঘটনা ঘটে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, লক্ষ্মীপুরে ৭ নম্বর বিপদ সংকেত চলছে। থেমে থেমে ঝড়ো বাতাস বইছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।  

এদিকে দুর্যোগ পরিস্থিতিতে লঞ্চ ও ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট লঞ্চঘাটে ভোলা-বরিশালগামী ৫ শতাধিক যাত্রী আটকা পড়েছে। তাদের চররমনী এলাকার মাতাব্বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।  

এদিকে, উপকূলীয় এলাকায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি ও দুই শতাধিক স্বেচ্ছাসেবীরা তৎপর রয়েছে। সিত্রাং মোকাবিলায় শুকনো খবার মজুদ রাখা হয়েছে, ৫টি কন্ট্রোলরুম চালু করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

news24bd.tv/হারুন