ব্যবসায় মন্দা: ১০ হাজার কর্মী ছাঁটাই করবে আমাজন

সংগৃহীত ছবি

ব্যবসায় মন্দা: ১০ হাজার কর্মী ছাঁটাই করবে আমাজন

অনলাইন ডেস্ক

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার পর গণছাঁটাই শুরু করেন নতুন মালিক ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষও একই পথে হাঁটে। ব্যবসায় মন্দা তৈরি হওয়ায় এবার গণছাঁটাইয়ের পথে হাঁটতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।  

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করপোরেট ও প্রযুক্তিখাতের আনুমানিক ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে প্রতিষ্ঠানটি।

তবে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

খবরে আরও বলা হয়, কঠোর আর্থিক নীতি ও মুনাফার দুর্বল পূর্বাভাসের কারণে পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারদর নিম্নমুখী। সব মিলিয়ে গত ১৬ মাসে কোম্পানিটির বাজারমূল্য কমেছে এক লাখ কোটি ডলার।

সূত্র: নিউইয়র্ক টাইমসওয়াশিংটন পোস্ট

news24bd.tv/ইস্রাফিল