প্রথমার্ধে গোল পেল না কেউ

নেদারল্যান্ডস-সেনেগাল

প্রথমার্ধে গোল পেল না কেউ

অনলাইন ডেস্ক

প্রথমার্ধজুড়ে চলল দুই দলেরই আক্রমণ, কিন্তু ব্যর্থ দুই দলের আক্রমণভাগ। তৃতীয় ম্যাচে এসে তাই কাতার বিশ্বকাপ প্রথমার্ধে দেখল না কোনো গোল। আজ সোমবার দোহার আল থুমামা স্টেডিয়ামে গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করেছে সেনেগাল এবং নেদারল্যান্ডস।

ইনজুরির কারণে সাদিও মানে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সেনেগালের আক্রমণভাগ ছিল ছন্নছাড়া।

মেম্ফিস ডিপাইকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করা নেদারল্যান্ডসও গোলমুখে ছিল হতশ্রী। যদিও গোলের বেশ দারুণ দুটি সুযোগ তৈরি করেছিল ডাচরা। ১৮ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ং তো দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। পাল্টা আক্রমণে স্টেভেন বেরখাউসের পাস থেকে গোলরক্ষককে সামনে একা পেয়েও গোল করতে পারেননি ডি ইয়ং।
বার্সেলোনার এই মিডফিল্ডার অতিরিক্ত সময় নিয়ে হারান বল।

বিরতির আগে বেরখাউস নিজেই পেয়েছিলেন গোলের সুযোগ। তবে ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শটটি চলে যায় ক্রসবারের উপর দিয়ে। প্রথমার্ধের শেষ দিকেও সেনেগাল-নেদারল্যান্ডস চেষ্টা চালিয়েছিল ‘ডেডলক’ ভাঙার। কিন্তু গোলের দেখা পায়নি কেউই।

news24bd.tv/সাব্বির