ভারতের চাওয়া ৩৫০ রান: পূজারা

সংগৃহীত ছবি

ভারতের চাওয়া ৩৫০ রান: পূজারা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৭৮ রান। পেসাররা পাচ্ছেন বাউন্স, মাঝেমধ্যেই টার্ন করেছে স্পিনারদের বল। তাই দ্বিতীয় দিনে ভারতের ইনিংস কোথায় থাকবে? বা এই পিসে কত রান তুলতে পারলে ম্যাচে এগিয়ে থাকা যাবে? এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা। তিনি বলেন, ভারতের চাওয়া ৩৫০ রান।

 

পূজারা বলেন, ‘এখনও বেশি রান হয়নি। উইকেট দেখে মনে হচ্ছে ভালো রান হয়েছে কিন্তু আমরা ৪/৫ উইকেট হারালে আরও ভালো অবস্থানে থাকতাম। তবে স্কোরবোর্ডে ৩৫০'র মত রান তুলতে পারলে ভালো সংগ্রহ হবে। আমরা দেখেছি উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছে, আমাদের তিন জন স্পিনার আছে।

পেসাররাও ভালো করছে, অনেক সময় বল নিচু হচ্ছে। উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ নয়। ’

স্পিনার তাইজুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন পূজারা। তাইজুলের বিষয়ে পূজারা বলেন, ‘তাইজুল খুব ভালো বল করেছে। এটা এমন পিচ বোলার হয়েও আপনাকে ধৈর্য ধরতে হবে। সে লাইন-লেন্থে ধারাবাহিক ছিল। আজকের দিনের অন্যতম কঠিন বোলার ছিল। আমার মনে হয় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা স্কোরবোর্ড নিয়ে খুশি। যদি কালকে কিছু রান যোগ করতে পারি, এটা ইন্টারেস্টিং হবে। ’

উইকেট নিয়ে পূজারা বলেন, ‘আমি যেভাবে ব্যাট করেছি দেখেই মনে হচ্ছিল উইকেট সহজ না। তবে যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি। অনেক সময় আপনার মনোযোগ সেঞ্চুরির দিকে ছুটলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। যেন ম্যাচ জয়ের সুযোগ থাকে। ’

news24bd.tv/হারুন