প্রাইভেটকার থেকে ছিটকে পড়ল গরু, গাড়ি ফেলে পালাল চালক

প্রাইভেটকার থেকে ছিটকে পড়ল গরু, গাড়ি ফেলে পালাল চালক

ময়মনসিংহ প্রতিনিধি

চলন্ত প্রাইভেটকার থেকে লাফ দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে একটি গর্ভবতী গাভি। এসময় আশপাশের লোকজন ছুঁটে এসে গরুটিকে উদ্ধার করলেও গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সোমবার ভোরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের দশালিয়া নামক স্থানে।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে বিকট শব্দ হয়। এসময় দশালিয়া গ্রামের আব্দুল মন্নাছ নামের একজন দেখতে পান, মহাসড়কের মাঝখানে একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড়িয়ে আছে। পাশেই সড়কে পড়ে রয়েছে একটি গরু। এসময় আব্দুল মন্নাছ চিৎকার দিলে বেশ কয়েকজন ছুটে এসে দেখেন, প্রাইভেটকারের ভেতরে কোনো লোকজন নেই।

অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। প্রাইভেটকারের পেছনের ডালাও খোলা
ছিল। তাছাড়া ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ছিল গোবর ও খড়।

নান্দাইল থানার এসআই বাবলু রহমান খান জানান, এ ঘটনায় চোর চক্রটির সন্ধান ছাড়াও গরুর প্রকৃত মালিকের খোঁজ করা হচ্ছে।