ইভিএম কেনার প্রকল্প তালিকায় ছিল না: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

ইভিএম কেনার প্রকল্প তালিকায় ছিল না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প আজকে একনেকে তোলা তালিকায় ছিল না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রীও এ বিষয়ে কিছু জানতে চাননি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আজকের তালিকায় ইভিএম ছিল না।

এটা আইন অনুযায়ী প্রক্রিয়াধীন। যদি এটা অনুমোদন না হয় তবে সংশ্লিষ্টরা দেখবেন। এটা আমার আওতায় নেই।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬৮৩ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে।

news24bd.tv/FA