একসঙ্গে ওমরায় ৭ ভাই

সংগৃহীত ছবি

একসঙ্গে ওমরায় ৭ ভাই

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ঘাগড়া গ্রামের মরহুম মাওলানা আবদুল বারী এর সাত ছেলে একত্রে পবিত্র ওমরাহ পালন করেছেন। সাত ভাইয়ের একত্রে ওমরাহ পালনের বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে সাত ভাইয়ের এমন বন্ধন গ্রামে দেখা যায় না। তাই সাত ভাইয়ের একত্রে পবিত্র  ওমরা পালন সকলের জন্য শিক্ষনীয়।

   

একসঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া সাত ভাই হলেন, মাওলানা শিব্বির আহমদ সোবহানী (আঙ্গুর), ড. ফরিদ আহমদ সোবহানী (বকুল), ছহুল আহমদ সোবহানী (রায়হান), হাসান আহমদ সোবহানী (এমরান), মোস্তাক আহমদ সোবহানী (রেজুয়ান), শফিক আহমদ সোবহানী (শিবলী), রফিক আহমদ সোবহানী (ইকবাল)।  

স্থানীয় বাসিন্দা ইমরান হোসাইন জানান, এলাকায় সামাজিক ও ভদ্র পরিবার হিসেবে তাদের সুখ্যাতি রয়েছে। ভাইয়ে-ভাইয়ে বন্ধন এলাকায় এখন দেখা যায় না বললেই চলে, সেদিক দিয়ে তারা সাত ভাই একত্রে বসবাস করছেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে একত্রে অংশ গ্রহণ করছেন তা বেশ প্রশংসার দাবি রাখে।

স্থানীয় চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুদ্দিন জানান,পাকুন্দিয়ার একটি প্রতিষ্ঠিত পরিবার মরহুম মাওলানা আব্দুল বারি সাহেবের পরিবার।

পরিবারের সবাই সদস্যই সরকারি-বেসরকারি চাকরিতে উচ্চপদে কর্মরত। তাদের পারিবারিক বন্ধন এলাকা সর্ব মহলে সমাদৃত।  

news24bd.tv/আলী