গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় মিলছে না

প্রতীকী ছবি

গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় মিলছে না

অনলাইন ডেস্ক

ছিনতাইকারী সন্দেহে গণপিটুুনিতে  নিহত এক যুবকের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

পুলিশ যায়, গত ২২ জানুয়ারি রাতে নগরীর ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ের পাশে নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবেশমুখে ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে ধরে পিটুনি দেন কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে যান তারা।

 

এক পথচারী সড়কের ওপর নিথর দেহ দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে তথ্যটি জানান। সংবাদ পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান জানান, গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

তার পরিচয় জানার চেষ্টার পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।

 news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক